৮০ শতাংশ আইফোনে আইওএস ১৪

২ মার্চ, ২০২১ ০০:৪০  
আইওএস ১৪ এর বেশকিছু সমস্যা রয়েছে। বিশেষ করে ব্যাটারি ও কানেক্টিভিটি সমস্যা অন্যতম। এছাড়া রয়েছে নোটিফিকেশন এবং কল করা ও গ্রহণ করার ক্ষেত্রে কিছু সমস্যা। তারপরেও সর্বশেষ সংস্করণের এই অপারেটিং সিস্টেমটি ডাউনলোডে প্রত্যাশাতীত সাফল্য অর্জন করেছে। বর্তমানে ১০টি আইফোনের মধ্যে আটটির বেশি আইফোনে আইওএস ১৪ রয়েছে। অ্যাপলের তথ্যমতে, গত ৪ বছরে যে সকল আইফোন বিক্রি হয়েছে তার প্রায় ৮৬ শতাংশ ফোনে, এবং সকল আইফোনের মধ্যে ৮০ শতাংশের অধিক আইফোন এটি দ্বারা পরিচালিত হচ্ছে। আইপ্যাডের ক্ষেত্রেও সংখ্যাটি প্রায় একই রকম। সকল আইপ্যাডের প্রায় ৭০ শতাংশ এবং গত চার বছরে বিক্রি হওয়া আইপ্যাডের মধ্যে প্রায় ৮৪ শতাংশ আইপ্যাডে আইওএস ১৪ ব্যবহৃত হচ্ছে। ডিবিটেক/বিএমটি